মহা কুম্ভের আজ পুণ্যস্নান সারবেন যোগী গোটা দেশের নজর এবার সেই দিকে mahakumbh Yogi Adityanath bengaljobstudy.blogspot.com
মহা কুম্ভের আজ পুণ্যস্নান সারবেন যোগী গোটা দেশের নজর এবার সেই দিকে mahakumbh Yogi Adityanath bengaljobstudy.blogspot.com
![]() |
মহা কুম্ভের আজ পুণ্যস্নান সারবেন যোগী গোটা দেশের নজর এবার সেই দিকে mahakumbh Yogi Adityanath bengaljobstudy.blogspot.com |
আজ, বাইশে জানুয়ারি প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যস্নান করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ ।
তিনি একা নন, এমনি খবর সামনে উঠে আসছে। তাঁর ক্যাবিনেটের ৫৪ জন সদস্যই এদিন অংশ নেবেন মহা কুম্ভের পুণ্যস্নানে। এদিন বেলা বারোটা নাগাদ একটি ক্যাবিনেট বৈঠকের ডাক দিয়েছেন যোগী। তারপরেই যোগী আদিত্যনাথ এর দিকে নজর রাখছে দেশ
সেই বৈঠক শেষে সপারিষদ পুণ্যস্নানে অংশ নেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তবে শুধু এতেই প্রথমবার নয় এর আগেও তিনি কুম্ভ মেলায় গিয়েছেন এর আগে ২০১৯ সালের কুম্ভমেলাতেও সঙ্গমে পুণ্যস্নান সারতে দেখা গিয়েছিল যোগী আদিত্যনাথকে। তার দিকে তাকিয়ে থাকছে এবার গোটা বিশ্ববাসী bengaljobstudy.blogspot.com
Comments
Post a Comment